Search This Blog

মানুষ আল্লাহর অসংখ্য সৃষ্টির একটি মাত্র! আল্লাহ সুমহান

 আল্লাহ মহান, মানুষ আল্লাহর অসংখ্য সৃষ্টির একটি মাত্র সৃষ্টি, উভয়ের পরিচয়!



⭕আল্লাহর পরিচয়,

১. বলুন, তিনি আল্লাহ, একক,
২. আল্লাহ অমুখাপেক্ষী (কিন্তু বাকী সবাই আল্লাহর সৃষ্টি),
৩. তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি,
৪. এবং তার সমতুল্য কেউ নেই (সাত আসমান সাত যমিন আল্লাহর হাতে একটি সরিষা দানার মতো মাত্র) ।
__সূরা এখলাস

⭕মানুষের পরিচয়,

👉'মানুষের এ মর্যাদা নেই যে, আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, ওহীর মাধ্যম, পর্দার আড়াল অথবা কোন দূত পাঠানো ছাড়া। তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহী প্রেরণ করেন। তিনি তো মহীয়ান, প্রজ্ঞাময়।’
সূরা আশ-শূরা আয়াত ৫১

👉'আর তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। বল, ‘রূহ আমার রবের আদেশ ঘটিত, আর তোমাদেরকে জ্ঞান থেকে অতি সামান্যই দেয়া হয়েছে।'
সূরা বনী ইসরাইল আয়াত ৮৫

👉'আল্লাহ তিনিই, যিনি তোমাদের সৃষ্টি করেন দুর্বল অবস্থায়। দুর্বলতার পর তিনি দেন শক্তি। শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন।
তিনিই সর্বজ্ঞ, সর্বশক্তিমান।’
(সুরা : রুম, আয়াত : ৫৪)

👉'আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে বয়োবৃদ্ধে উপনীত (জরাগ্রস্ত) করা হবে। ফলে তারা যা কিছু জানত, সে সম্পর্কে সজ্ঞান থাকবে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান।'
(সুরা : নাহল, আয়াত : ৭০)

👉আমি জ্বিন ও মানবকে সৃষ্টি করেছি একমাত্র এ কারণে যে, তারা আমারই ‘ইবাদাত করবে।
সূরাঃ আয-যারিয়াত আয়াত ৫৬

সবাই বলি আল্লাহু আকবর!

Post a Comment

0 Comments