Search This Blog

দৈনন্দিন জীবনে ফজিলতপূর্ণ তাসবীহ/ দোয়া

 

দৈনন্দিন জীবনে ফজিলতপূর্ণ তাসবীহ/ দোয়া

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কথা হলো চারটি- সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার; এর যে কোনো একটির দ্বারাই (জিকির) আরম্ভ করা যেতে পারে।“ (মুসলিম)

 


যখন যা বলতে হয়,

উচ্চারণ

আরবি

অর্থ

আল্লাহর মহিমা/ গৌরবের কোনো সংবাদে

সুব্হানাল্লাহ

سُبْحَانَ اللَّهِ

আল্লাহ মহান [সবার উপরে]

কল্যাণ/ ভালো সংবাদ শুনলে

আলহামদুলিল্লাহ

لِله اَلْحَمْدُ

সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য

আল্লাহর একত্ববাদের সাক্ষ্য

লা ইলাহা ইল্লাল্লাহ

لآ اِلَهَ اِلّا اللّهُ

আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই

মুমিনের সাক্ষ্য

আল্লাহু আকবার

أَكْبَرُ للَّهُ

আল্লাহ তাআলা সব কিছুর চেয়ে বড় এবং মহান

শয়তানের আক্রমণ থেকে বাঁচায়/ রাগ-ক্রোধ দূর করে

আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

অভিশপ্ত/ অহংকারী  শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই

কোনো কাজ শুরুর আগে

বিসমিল্লাহির রাহমানির রাহিম

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু

কারো কৃতজ্ঞতা প্রকাশে

জাযাকাল্লাহু খাইরান

ﺧَﻴْﺮً ﺍﻟﻠّٓﻪُ ﺟَﺰَﺍﻙَ

মহান আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন

জাযাকাল্লাহর প্রতিউত্তরে

হাইয়্যাকাআল্লাহ

حياك الله

আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন

কোনো কাজ পরে করতে চাইলে

ইনশাআল্লাহ

إِنْ شَاءَ ٱللَّٰهُ

আল্লাহর ইচ্ছা থাকলে বা চাইলে

কারো ভালো সংবাদে

মাশাআল্লাহ

ٱللّٰهْ شَاءَ مَا

আল্লাহ-তাআলা যেমন চেয়েছেন

অন্যের ভালো কিছু দেখলে

বারাকাল্লাহু ফিক

فِيْك اللهُ باَرَكَ

আল্লাহ আপনার মঙ্গল/ কল্যাণ করুন

মন্দ কাজ হতে দেখলে

নাউযুবিল্লাহ

بِاللهِ نَعُوْذُ

মহান আল্লাহর কাছে এথেকে আশ্রয় চাই

আপনার দ্বারা কোনো অন্যায় হয়ে গেলে সাথে সাথে

আসতাগফিরুল্লাহ

أَسْتَغْفِرُ اللَّهَ

আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি

প্রিয় কিছু হারালে/

কোন দূর্ঘটনায়

ইন্নালিল্লাহ বা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যেতে হবে

আল্লাহর সাহায্যের জন্য

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ

আল্লাহ ছাড়া কোনো সাহায্য/ ভরসা নেই; কোনো ক্ষমতা বা শক্তি নেই

মুসলিম সাক্ষাতে   বিদায় নেয়ার সময়

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ

আপনাদের উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর করুণা

সালামের উত্তরে

ওয়া-আলাইকুমুস সালাম ওয়া-রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ

তোমাদের উপরও শান্তি এবং আল্লাহর করুণা, নেয়ামতসমূহ বর্ষিত হোক

সালামের পাশাপাশি বিদায় নেয়ার সময় বলতে পারেন

আল্লাহ হাফেজ

ফারসি  শব্দ

মহান আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী

ফি-আমানিল্লাহ

في أمان الله

আপনি আল্লাহর নিরাপত্তায় থাকুন

 

‘(তারাই বুদ্ধিমান) যারা উঠতে, বসতে শয়নে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ পৃথিবীর গঠনাকৃতি নিয়ে চিন্তা-ভাবনা করে (আপনা আপনি বলে উঠে) হে আমাদের রব! এসব তুমি অনর্থক উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করোনি বাজে নিরর্থক কাজ করা থেকে তুমি পাক-পবিত্র মুক্ত কাজেই হে প্রভু! জাহান্নামের আজাব থেকে আমাদের মুক্ত করো’ (সূরা আলে ইমরান: ১৯১)

 

ওহে আব্দুল্লাহ ইবন কায়েস! আমি কি জান্নাতের এক রত্নভাণ্ডার সম্পর্কে তোমাকে অবহিত করব না?” আমি বললাম, নিশ্চয় হে আল্লাহর রাসূল তিনি বললেন, “তুমি বল, উচ্চারণঃ লা হাউলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লা-
অর্থঃ আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই (বুখারী, ফাতহুল বারীসহ ১১/২১৩)

 

 


 

 Ameen!

Post a Comment

0 Comments