দৈনন্দিন জীবনে ফজিলতপূর্ণ তাসবীহ/ দোয়া
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কথা হলো চারটি- সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার; এর যে কোনো একটির দ্বারাই (জিকির) আরম্ভ করা যেতে পারে।“ (মুসলিম)
যখন যা বলতে হয়, |
উচ্চারণ |
আরবি |
অর্থ |
আল্লাহর মহিমা/ গৌরবের কোনো সংবাদে |
সুব্হানাল্লাহ |
سُبْحَانَ اللَّهِ |
আল্লাহ মহান [সবার উপরে] |
কল্যাণ/ ভালো সংবাদ শুনলে |
আলহামদুলিল্লাহ |
لِله اَلْحَمْدُ |
সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য |
আল্লাহর একত্ববাদের সাক্ষ্য |
লা ইলাহা ইল্লাল্লাহ |
لآ اِلَهَ اِلّا اللّهُ |
আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই |
মুমিনের সাক্ষ্য |
আল্লাহু আকবার |
أَكْبَرُ للَّهُ |
আল্লাহ তাআলা সব কিছুর চেয়ে বড় এবং মহান |
শয়তানের আক্রমণ থেকে বাঁচায়/ রাগ-ক্রোধ দূর করে |
আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম |
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ |
অভিশপ্ত/ অহংকারী শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই |
কোনো কাজ শুরুর আগে |
বিসমিল্লাহির রাহমানির রাহিম |
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ |
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু |
কারো কৃতজ্ঞতা প্রকাশে |
জাযাকাল্লাহু খাইরান |
ﺧَﻴْﺮًﺍ ﺍﻟﻠّٓﻪُ ﺟَﺰَﺍﻙَ |
মহান আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন |
জাযাকাল্লাহর প্রতিউত্তরে |
হাইয়্যাকা’আল্লাহ |
حياك الله |
আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন |
কোনো কাজ পরে করতে চাইলে |
ইনশাআল্লাহ |
إِنْ شَاءَ ٱللَّٰهُ |
আল্লাহর ইচ্ছা থাকলে বা চাইলে |
কারো ভালো সংবাদে |
মাশাআল্লাহ |
ٱللّٰهْ شَاءَ مَا |
আল্লাহ-তাআলা যেমন চেয়েছেন |
অন্যের ভালো কিছু দেখলে |
বারাকাল্লাহু ফিক |
فِيْك اللهُ باَرَكَ |
আল্লাহ আপনার মঙ্গল/ কল্যাণ করুন |
মন্দ কাজ হতে দেখলে |
নাউযুবিল্লাহ |
بِاللهِ نَعُوْذُ |
মহান আল্লাহর কাছে এথেকে আশ্রয় চাই |
আপনার দ্বারা কোনো অন্যায় হয়ে গেলে সাথে সাথে |
আসতাগফিরুল্লাহ |
أَسْتَغْفِرُ اللَّهَ |
আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি |
প্রিয় কিছু হারালে/ কোন দূর্ঘটনায় |
ইন্নালিল্লাহ বা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন |
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ |
আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যেতে হবে |
আল্লাহর সাহায্যের জন্য |
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ |
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ |
আল্লাহ ছাড়া কোনো সাহায্য/ ভরসা নেই; কোনো ক্ষমতা বা শক্তি নেই |
মুসলিম সাক্ষাতে ও বিদায় নেয়ার সময় |
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি |
ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ |
আপনাদের উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর করুণা |
সালামের উত্তরে |
ওয়া-আলাইকুমুস সালাম ওয়া-রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু |
وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ |
তোমাদের উপরও শান্তি এবং আল্লাহর করুণা, নেয়ামতসমূহ বর্ষিত হোক |
সালামের পাশাপাশি বিদায় নেয়ার সময় বলতে পারেন |
আল্লাহ হাফেজ |
ফারসি শব্দ |
মহান আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী |
ফি-আমানিল্লাহ |
في أمان الله |
আপনি আল্লাহর নিরাপত্তায় থাকুন |
‘(তারাই বুদ্ধিমান) যারা উঠতে, বসতে ও শয়নে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর গঠনাকৃতি নিয়ে চিন্তা-ভাবনা করে (আপনা আপনি বলে উঠে) হে আমাদের রব! এসব তুমি অনর্থক ও উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করোনি। বাজে ও নিরর্থক কাজ করা থেকে তুমি পাক-পবিত্র ও মুক্ত। কাজেই হে প্রভু! জাহান্নামের আজাব থেকে আমাদের মুক্ত করো।’ (সূরা আলে ইমরান: ১৯১)
Ameen!
0 Comments