Search This Blog

৩০টা ভালো কাজ যা নিজে নিজে করতে পারেন!!!

চলুন এক নজরে দেখে নেওয়া যাক:: 

 


১. নিয়মিত নামাজ পড়ুন, কোন প্রকার কার্পণ্য নয়। 

২. একটা একটা করে খারাপ কাজ ছেড়ে দিন। 

৩. ফজর নামাজের জামায়াত ছেড়ে দিবেন না। 

৪. ফজর নামাজের পর কষ্ট করে জেগে কুরআন ও জিকির-দুআ করুন। 

৫. উমরাহ পালন করুন। 

৬. বন্ধুদের ফজর নামাজের জন্য জাগিয়ে তুলুন। 

৭. বৃদ্ধদের সময় দিন ও সেবা করুন। 

৮. দৈনিক প্রায় সময় কোরআন পড়ুন আর শুনুন। 

৯. একটা দানের বাক্স রাখুন এবং দান করতে থাকুন! 

১০. নবী সঃ এর সুন্নত মানার একটা অভ্যাস গড়ে তুলুন। 

১১. পরিবারের কাজে সহায়তা করুন। 

১২. প্রতিদিন এক রূকূ কোরআন পড়ে শেষ করুন। 

১৩. নফল ইবাদতগুলো খুঁজে খুঁজে পালন করুন। 

১৪. অসুস্থ রোগীকে সময় দিন। 

১৫. বিশুদ্ধ পানি খাওয়ানোর ব্যবস্থা রাখুন। 

১৬. সন্তানদের কোরআন হতে গল্পগুলো শুনান। 

১৭. বন্ধুদের খাবার খাওয়ান। 

১৮. গরীব-অসহায়দের মাঝে খাবার বিতরণ করুন। 

১৯. ইসলামি গিফট কিনুন, আর পরিবার ও বন্ধুদের উপহার দিন। 

২০. প্রতিবেশীর ঘরে খাবার পাঠান। 

২১. শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ কাজে লাগান। 

২২. ইসলামের গুরুত্বপূর্ণ দিন ও ঘটনা সম্পর্কে জানুন। 

২৩. দোয়ার কোন বিকল্প নেই, তাই শয়নে-স্বপনে, দিনে-রাতে, সময়-অসময়, সব সময় আল্লাহর নিকট চান। 

২৪. ভুল হলে সাথে সাথে তওবা করুন আল্লাহর নিকট, তাহলে আল্লাহ খুঁশি হবে আর শয়তান অসন্তুষ্ট হবে। 

২৫. প্রাণীদের খাবার খাওয়ান ও গাছে পানি দিন। 

২৬. ইসলামিক আলোচনাগুলোতে লেগে থাকুন। 

২৭. যারা আপনার ক্ষতি করেছে তাদের ক্ষমা করতে থাকুন। 

২৮. অন্যকে উপকারী জ্ঞান দিন ও কাজ শিখান। 

২৯. ইসলামি দিবস গুলোতে গিফট তৈরি করে অন্যকে পাঠান। 

৩০. নিজে ভালো কাজে ব্যস্ত থাকুন আর অন্যকে ভালো কাজ কিভাবে করতে হয় তা শিখান।

 

আল্লাহ আমাদের জন্য উক্ত কাজগুলো সহজ করে দাও, আমিন।

Post a Comment

0 Comments